৫ম সংখ্যার জন্য লেখা আহ্বান

মাসিক তারুণ্যের সাহিত্য ম্যাগাজিন "কালের পথিক" এর ৫ম সংখ্যার জন্য লেখা আহ্বান। 


বিভাগঃ প্রবন্ধ, গল্প, ছোট গল্প, অনুগল্প, রূপকথার গল্প,  কবিতা-ছড়া, সায়েন্স ফিকশন, রোজনামচা, ইতিহাস, ভ্রমণ, রেসিপি, সেরা ফটোগ্রাফি, মজার খেলা। 


বিষয়ঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মে দিবস, গ্রীষ্ম, মধুমাস সহ যে কোন মৌলিক বিষয়ে। বিভাগ ও বিষয় উন্মুক্ত।


• অপ্রকাশিত নতুন লেখা হতে হবে। (বিজ্ঞান, গণিত বিষয়ক লেখা সংগ্রহ করে দেয়া যাবে । সংগ্রহের উৎস লেখার শেষের দিকে উল্লেখ করে দিতে হবে) 


• বিভাগ ও বিষয় উল্লেখ্য করে, শুধুমাত্র ইমেইলে লেখা পাঠাতে হবে। লেখার শুরুতে লেখকের নাম এবং লেখার শিরোনাম উল্লেখ করতে হবে। ছড়া-কবিতা সর্বোচ্চ ১৬ লাইন ও অন্যান্য লেখা সর্বোচ্চ ৬০০ শব্দের মধ্যে হতে হবে। 


• একদম নির্ভুল বানানে লিখতে হবে। একাধিক লেখা পাঠানো যাবে না।

তাহলে আর দেরি কেন, পাঠিয়ে দাও তোমার সেরা লেখাটি "কালের পথিক” এর ইমেইলে। 


লেখা পাঠানোর ঠিকানাঃ

kalerpothikmagazine@gmail.com


অনলাইন যোগাযোগ: facebook.com/kalerpothikmag


লেখা পাঠানোর শেষ সময়ঃ ১০-০৫-২০২৩


Previous Post Next Post