আসসালামু আলাইকুম
তারুণ্যের সাহিত্য ম্যাগাজিন "কালের পথিক" এর আয়োজনে তোমাদের স্বাগতম। আশা করি, সৃষ্টিকর্তা তোমাদের সকলকেই ভালো রেখেছেন। অপেক্ষার প্রহর শেষ করে তোমাদের মাঝে চলে আসল তারুণ্যের সাহিত্য ম্যাগাজিন "কালের পথিক" এর তৃতীয় সংখ্যা । লেখক বন্ধুরা এতো এতো লেখা পাঠিয়েছে যে, আমরা অনেক আনন্দিত । লেখক বন্ধুদের থেকে যেমন সাড়া পেয়েছি পাঠকবন্ধুদের থেকেও সাড়া পাব ইনশাআল্লাহ । 'কালের পথিক' এর প্রতি তোমাদের এতো আগ্রহ সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে।